নওগাঁয় আশা’র ষান্মাষিক বিএম সমন্বয় সভা

নওগাঁ প্রতিনিধি: দেশের অন্যতম বৃহৎ বেসরকারী উন্নয়ন সহযোগী এনজিও আশা’র নওগাঁ সদর ও নজিপুর জেলার ৭৬জন ব্রাঞ্চ ম্যানেজার, ১৫জন রিজিওনাল ম্যানেজার এবং ২জন এ্যাসিস্টেন্ট সার্পোট ইঞ্জিনিয়ার (এএসই), আশা জেলা শিক্ষা অফিসার এবং জেলা অডিট অফিসারদের নিয়ে ষান্মাষিক সমন্বয় সভা বুধবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ সদর জেলা ডিষ্ট্রিক্ট ম্যানেজার  মামুন অর রশিদের সভাপতিত্বে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যপী সমন্বয় সভায় নিরাপদ ঋনের স্থিতিবৃদ্ধি, নতুন খেলাফি নিয়ন্ত্রণ, বিশেষ ঋণবৃদ্ধিতে করনীয় এবং জুন/২০১৯ইং সালের কর্মপরিকল্পনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আশা-ঢাকা’র  এ্যাসিসন্ট্যান্ট ডিরেক্টর নজরুল ইসলাম। নওগাঁ সদর অঞ্চলের আরএম আবুল কালাম আজাদ এবং নজিপুর সদর অঞ্চলের আরএম আব্দুল খালেকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আশা’র বগুড়া বিভাগের ডিভিশনাল ম্যানেজার মিজানুর রহমান, এ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার তোফাজ্জল হোসেন, আব্দুস সাত্তার, নওগাঁ নজিপুর জেলার সিনিয়র ডিস্ট্রিকট ম্যানেজার খন্দকার মোঃ আলাউদ্দিন প্রমূখ। 
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget