নওগাঁ প্রতিনিধিঃ জেলার সাপাহার উপজেলার আইহাই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসট্রিক্ট কনসালটেন্ট ও সহকারী পরিচালক ডা: মো: কামরুল আহসান।
সাপাহার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আব্দুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হামিদুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল খালেক, ইমরুল কায়েস প্রমূখ।
সমাবেশে প্রায় শতাধিক গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব, প্রসবকালীন, প্রসব পরবর্তী সেবা এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
এ ব্যাপারে নওগাঁ ডিসট্রিক্ট কনসালটেন্ট ও সহকারী পরিচালক জানান, নওগাঁ জেলায় মাতৃ মৃত্যুর হার প্রতি লাখে ১২২জন। এই মাতৃ মৃত্যুর হার কমানো, প্রাতিষ্ঠানিক ডেলিভেরি বৃদ্ধি ও শিশু মৃত্যুর হার কমানো এবং পরিবার পরিকল্পনার হার বৃদ্ধি করার জন্যই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। বছরব্যাপী আমাদের এই কর্মসূচী পর্যায়ক্রমে সাড়া জেলায় পরিচালিত হবে।
সাপাহার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আব্দুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হামিদুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল খালেক, ইমরুল কায়েস প্রমূখ।
সমাবেশে প্রায় শতাধিক গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব, প্রসবকালীন, প্রসব পরবর্তী সেবা এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
এ ব্যাপারে নওগাঁ ডিসট্রিক্ট কনসালটেন্ট ও সহকারী পরিচালক জানান, নওগাঁ জেলায় মাতৃ মৃত্যুর হার প্রতি লাখে ১২২জন। এই মাতৃ মৃত্যুর হার কমানো, প্রাতিষ্ঠানিক ডেলিভেরি বৃদ্ধি ও শিশু মৃত্যুর হার কমানো এবং পরিবার পরিকল্পনার হার বৃদ্ধি করার জন্যই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। বছরব্যাপী আমাদের এই কর্মসূচী পর্যায়ক্রমে সাড়া জেলায় পরিচালিত হবে।
একটি মন্তব্য পোস্ট করুন