নওগাঁয় গর্ভবতী মা সমাবেশ

নওগাঁ প্রতিনিধিঃ জেলার সাপাহার উপজেলার আইহাই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ডিসট্রিক্ট কনসালটেন্ট ও সহকারী পরিচালক ডা: মো: কামরুল আহসান।
সাপাহার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আব্দুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হামিদুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল খালেক, ইমরুল কায়েস প্রমূখ।
সমাবেশে প্রায় শতাধিক গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব, প্রসবকালীন, প্রসব পরবর্তী সেবা এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
এ ব্যাপারে নওগাঁ ডিসট্রিক্ট কনসালটেন্ট ও সহকারী পরিচালক জানান, নওগাঁ জেলায় মাতৃ মৃত্যুর হার প্রতি লাখে ১২২জন। এই মাতৃ মৃত্যুর হার কমানো, প্রাতিষ্ঠানিক ডেলিভেরি বৃদ্ধি ও শিশু মৃত্যুর হার কমানো এবং পরিবার পরিকল্পনার হার বৃদ্ধি করার জন্যই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। বছরব্যাপী আমাদের এই কর্মসূচী পর্যায়ক্রমে সাড়া জেলায় পরিচালিত হবে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget