মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: “দিন বদলের বইছে হাওয়া কমিউনিটি পুলিশিং পাওয়া” শ্লোগানকে সামনে রেখে পোরশায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে পুলিশ সেবা সপ্তাহ পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে রবিবার সকালে পোরশা থানার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদ। র্যালিতে উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মালেক সহ পুলিশ কর্মকর্তা, সদস্য ও ছাত্র-ছাত্রীগণ অংশ গ্রহন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন