মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: ‘পুলিশকে সহায়তা করুন,পুলিশের সেবা গ্রহন করুন’এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর পত্নীতলায় শুরু হয়েছে‘পুলিশ সেবা সপ্তাহ’২০১৯। রবিবার সকাল ১০টায় পত্নীতলা থানা চত্বরে ২৭ জানুয়ারি হতে ২ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশের এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম। এ উপলক্ষে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নজিপুর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে থানা চত্বরে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলামের সভাপত্বিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এতে উপস্থিত ছিলেন থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী, ওসি তদন্ত জহুরুল ইসলাম, উপজেলার সকল ইউনিয়নের গ্রাম পুলিশ, রোভার স্কাউটের সদস্যবৃন্দসহ থানায় কর্মরত সকল পুলিশ সদস্য প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন