আব্দুল জলিলের ৮১তম ভুমিষ্টবার্ষিকী আজ

আতাউর শাহ্, নওগাঁ : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামীলীগ নেতা মরহুম আব্দুল জলিলের ৮১ তম ভুমিষ্টবার্ষিকী আজ। তিনি ১৯৩৯ সালের ২১ জানুয়ারি নওগাঁর এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুল ও কলেজ জীবন শেষে ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬৩ সালে রাষ্ট্রবিজ্ঞানে বিএ (সম্মান) এবং ১৯৬৪ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি আইন বিষয়ে উচ্চ শিক্ষা নিতে লন্ডন যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশে ফিরে স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। এই বর্ষিয়ান নেতা ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বাণিজ্য মন্ত্রী ছিলেন।

১৯৭৫ এর পটপরিবর্তনের পর আওয়ামীলীগ পুনর্গঠন, গণতন্ত্র এবং ভোটের লড়াইয়ে তিনি ছিলেন সামনের সারির নেতা। সদালাপী, কর্মীবান্ধব ও উদার মনের এই ব্যক্তিত্ব দলমত নির্বিশেষে সবার শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত ছিলেন। আব্দুল জলিল আওয়ামীলীগের সাধারণ সম্পদক ও উপদেষ্টামন্ডলির সদস্য ছিলেন। তিনি ২০১৩ সালের ৬ মার্চ ৭৪ বছর বয়সে মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নওগাঁ থেকে নির্বাচিত একজন জাতীয় সংসদ সদস্য ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget