পত্নীতলায় ১১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

নওগাঁ পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় পরিত্যক্ত অবস্থায় ১১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-১৪ এর সদস্যরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার শেখপাড়া এলাকা থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-১৪ পতœীতলা ব্যাটালিয়নের অধীনস্থ শীতলমাঠ বিওপি’র সদস্যরা গোপন সংবাদে জানাতে পারে ভারত থেকে ফেন্সিডিলের একটি চালান সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসছে। এমন তথ্যের ভিত্তিতে শীতলমাঠ বিওপি’র কমান্ডার হাবিলদার নুরুল আমিনের নেতৃত্বে একটি দল সীমান্তের ২৫৫ পিলার এলাকার শেখপাড়া এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালান। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে মাদক কারবারি পালিয়ে যায়। পরে সেখান থেকে ১১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি। 
বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল জাহিদ হাসান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রাখা হয়েছে। ঘটনায় পত্মীতলায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget