নওগাঁর মান্দায় দুটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ অাদালতে জরিমানা

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ: নওগাঁর মান্দায় সতিহাটে বিভিন্ন ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ অাদালতে দুটিতে ৬ হাজার টাকা জরিমানা অাদায় করা হয়। সোমবার বিকেলে ভোক্তা অধিকার অাইনে তোফাজ্জলের মিল, সুব্রত ট্রেডার্স, সরকার বীজভান্ডার, সুনিল কৃষি পণ্য বিতরণ এবং রামকৃষ্ণ ট্রেডার্সে ভ্রাম্যমাণ অাদালত পরিচালনা করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান। এদের মধ্যে একটিতে শুকনো মরিচ ভাঙ্গানোর সময় ভেজাল দেয়া এবং অন্য একটি সারের দাম তুলনামূলকভাবে বেশি নেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ অাদালতে ভোক্তা অধিকার অাইনের ৫২,৫৩ এবং ৪০ ধারায় তাদের অর্থদন্ড প্রদান করেন ইউএনও খন্দকার মুশফিকুর রহমান। ভ্রাম্যমাণ অাদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা কৃষি অফিসার গোলাম ফারুখ হোসেন, মান্দা থানার পুলিশ কর্মকর্তা এরশাদ অালী,কৃষিবিদ এমদাদুল হক বাবু, নবির উদ্দিন প্রমূখ।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget