ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ধামইরহাট সরকারি এম এম কলেজে এ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। ওই কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়,একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার,ধামইরহাট সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হোসেন প্রমুখ। এর আগে শিক্ষকদের নিয়ে মাদক বিরোধী এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্নতা ও সুসজ্জিতকরণ কমিটি গঠন করা হয়। উল্লেখ্য গতকাল এক যোগে ধামইরহাটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচী উদ্বোধন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন