আব্দুর রউফ রিপন,নওগাঁ: নওগাঁয় প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, প্রাইম ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার শাহ মো. আবু সালেহ প্রমুখ। এই প্রতিযোগিতায় জেলার ৮টি স্কুল দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে নওগাঁ সরকারি কেডি স্কুল দল ১৭৫ রানে খিদিরপুর উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে বিজয়ী হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রিড়া সংস্থার ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ৩১ জানুয়ারী এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
একটি মন্তব্য পোস্ট করুন