নওগাঁয় মহান বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ: হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা ফুটবলকে জনপ্রিয় করার লক্ষে নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুড় ইউনিয়নের কাষ্টডোব মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কাষ্টডোব মাঠে কাষ্টডোব টাইগার ক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বদলগাছী মাছ বাজার সমিতি ১-০ গোলে বদলগাছী ফুটবল একাদশ ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়। বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য সেলিম তরফদারের ছেলে মো সাকলাইন ইসলাম রকি প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের মাঝে পুরস্কার হিসেবে একটি গরু তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন বদলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, সাবেক আধাইপুর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল আলম খান, আধাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমানপ্রমুখ। টুর্নামেন্ট গত ১৭ ডিসেম্বর শুরু হয়। টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহন করে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget