রিপোর্ট : ইমাম হোসেন বিমান: ঝালকাঠিতে সরকারি আবাসন প্রকল্পে অগ্নিকান্ডে ১০টি ঘর পুড়ে গেছে। ৩ জানুয়ারী বৃহস্পতিবার সকালে এ অন্গিকান্ডের ঘটনা ঘটে। এতে সদর উপজেলাধীন কীর্ত্তীপাশা ইউনিয়নের পাজিপুথিপাড়া আবাসন প্রকল্পের ১টি ব্রাকের ১০টি ঘর পুরে যায়। এ বিষয় আবাসন সভাপতি জলিল জানান, আবাসনে আগুন লাগার কথা শুনতে পেয়ে দৌড়ে আবাসনে যাই। এবং আগুন দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করি। কিছুক্ষন পরে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ বিষয় স্থানীয় ব্যবসায়ী রুহুল আমিন জানান, আমি সকালে আমার দোকান খুলে কাজ করছি হঠাৎ দেখি আবাসনের মধ্য থেকে ধোয়া উড়ছে এবং সবাই আগুন আগুন বলে চিকার করছে। আমি আমার ফোন থেকে জরুরী সেবার জন্য ৯৯৯ নস্বরে ফোন দেই। ফোনে আগুন লাগার ঘটনা বলার কিছুক্ষন পরে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ বিষয় ঘটনা স্থানে গিয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক সেলিম মিয়া জানান, প্রায় একঘন্টা চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। আগুন লাগার কারন জানতে চাওয়া হলে তিনি জানান, আমরা আগুন নিভাতে এসে দেখতে পাই আবাসন বসবাসকারী একজনের রান্নাঘরের চুলায় ভাত বসানো আছে। তাই প্রাথমিক ভাবে আমরা আগুন লাগার কারন হিসেবে চুলার পাশে থাকা লাকড়ির মাধ্যমেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করছি। তবে তদন্ত সাপেক্ষে সূত্রপাতের ঘটনা উদঘাটন সম্ভব হবে।
একটি মন্তব্য পোস্ট করুন