জাপার প্রার্থী ব্যান্ডশিল্পী শাফিন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ।
জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (৩০ জানুয়ারি) দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা শাফিন আহমেদের মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন বলে জানান তিনি।
তিনি আরও জানান, ইতোমধ্যে জাপা থেকে শাফিন আমহমেদের চূড়ান্ত মনোনয়ন এবং প্রতীক বরাদ্দের চিঠি নির্বাচন কমিশন বরাবর পাঠানো হয়েছে। ডিএনসিসি উপ-নির্বাচনে জাপা মনোনীত প্রার্থী হিসেবে মোহাম্মদ শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে সোমবার (২৮ জানুয়ারি) ডিএনসিসি উপ-নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেন ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী হাসিবুল ইসলাম জয়। জাতীয় পার্টির মহানগর উত্তরের দফতর সম্পাদক আনিসুর রহমান খোকন সম্ভাব্য প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করেন। তবে শেষ পর্যন্ত ব্যান্ডশিল্পী শাফিন আহমেদই জাপার চূড়ান্ত মনোনয়ন পেলেন।
উল্লেখ্য, ডিএনসিসি উপ-নির্বাচনে মেয়র পদে আতিকুল ইসলামকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget