মোঃ
রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোলে -চারুকারু প্রশিক্ষন
কোর্সের “চারুবর্ণ” আর্ট সেন্টারের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান ও
মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়।
শুক্রবার ১১ই জানুয়ারী সকাল ৯টার সময় বেনাপোল নবদিগন্ত প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলে অনুষ্ঠিত হয়েছে। “চারুবর্ণ” আর্ট সেন্টারের উদ্যোগে ২০১৮-১৯সন (১ম ব্যাচ) হতে বেনাপোলে চারুবর্ণের নবদিগন্ত প্রি- ক্যাডেট, গাজীপুর মডেল স্কুল, আইডিয়াল কিন্ডার গার্টেন ও সানরাইজ পাবলিক স্কুল শাখার ৩০জনকে চারুকারু প্রশিক্ষন কোর্সের ১ বছরের সার্টিফিকেট প্রদান করা হয়।
চারুবর্ণ আর্ট সেন্টারের পরিচালক মহাসিন হোসেন হৃদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবদিগন্ত প্রি- ক্যাডেট এর প্রধান শিক্ষক আবু তালহা, বিশেষ অতিথী বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইন্তাজুর রহমান, চারুবর্ণ আর্ট সেন্টারর শিক্ষক অবনিশ মন্ডল, আমরা বেনাপোলের বাসিন্দার সিনিয়র সহ সভাপতি সেলিম রেজা, সাধারন সম্পাদক সাইদুর রহমান। মিডিয়া পার্টনার হিসেবে সহযোগীতা করেছেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোল। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন আমরা বেনাপোলের বাসিন্দার সদস্য মুশফিকুর রহমান সাকিব ও মেহেদী হাসান প্রান্ত।
শুক্রবার ১১ই জানুয়ারী সকাল ৯টার সময় বেনাপোল নবদিগন্ত প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলে অনুষ্ঠিত হয়েছে। “চারুবর্ণ” আর্ট সেন্টারের উদ্যোগে ২০১৮-১৯সন (১ম ব্যাচ) হতে বেনাপোলে চারুবর্ণের নবদিগন্ত প্রি- ক্যাডেট, গাজীপুর মডেল স্কুল, আইডিয়াল কিন্ডার গার্টেন ও সানরাইজ পাবলিক স্কুল শাখার ৩০জনকে চারুকারু প্রশিক্ষন কোর্সের ১ বছরের সার্টিফিকেট প্রদান করা হয়।
চারুবর্ণ আর্ট সেন্টারের পরিচালক মহাসিন হোসেন হৃদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবদিগন্ত প্রি- ক্যাডেট এর প্রধান শিক্ষক আবু তালহা, বিশেষ অতিথী বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইন্তাজুর রহমান, চারুবর্ণ আর্ট সেন্টারর শিক্ষক অবনিশ মন্ডল, আমরা বেনাপোলের বাসিন্দার সিনিয়র সহ সভাপতি সেলিম রেজা, সাধারন সম্পাদক সাইদুর রহমান। মিডিয়া পার্টনার হিসেবে সহযোগীতা করেছেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোল। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন আমরা বেনাপোলের বাসিন্দার সদস্য মুশফিকুর রহমান সাকিব ও মেহেদী হাসান প্রান্ত।
একটি মন্তব্য পোস্ট করুন