নওগাঁয় সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

আবু রায়হান রাসেল, নওগাঁ:: ‘পরিচ্ছন্ন থাকবো, প্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন রাখবো’ স্লোগানে নওগাঁয় স্কুল পর্যায়ে সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক মিজানুর রহমান নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
পরে জেলা প্রশাসক নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নওগাঁ জিলা স্কুলসহ পর্যায়ক্রমে শহরের আরও বেশ কয়েকটি বিদ্যালয়ে  পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক মিজানুর রহমান শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বর্তমান সরকার নিয়মিত পাঠদান কার্যক্রমের পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বিদ্যালয় গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্যেই সাপ্তাহিক এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করা হয়েছে। সরকারের এই লক্ষ্যকে বাস্তবায়নের শিক্ষক-শিক্ষার্থীদের নিজেকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি, নিজের প্রতিষ্ঠান ও তার আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। এটা শুধু এক দিনের কাজ নয়। সারাবছরই এ কার্যক্রম চালিয়ে যেতে হবে।’
উল্লেখ্য, ‘ওয়াক ফর হেলদি লাইভ এন্ড ক্লিন এনভাইরনমেন্ট (সুস্থ্য জীবন ও পরিচ্ছন্ন পরিবেশের জন্য হাঁটা)’ স্লোগানে জেলা প্রশাসক মিজানুর রহমান গত বছরের (২০১৮) জুলাই মাস থেকে নওগাঁ শহরে সপ্তাহের প্রতি শুক্রবার সম্মিলিতভাবে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। এর পাশাপাশি জেলা প্রশাসকের উৎসাহে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ ক্লাব গঠনের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। বর্তামনে জেলার অধিকাংশ স্কুল-কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ ক্লাব গঠনের পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। নওগাঁর জেলা প্রশাসকের এই অনন্য উদ্যোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়।
নতুন সরকার গঠনের পর গত সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে দেশের সব প্রাথমিক বিদ্যালয় সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের নির্দেশ দেন। এ নির্দেশনা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার সারা দেশে এক যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ওই প্রজ্ঞাপনে মানসম্মত শিক্ষা নিশ্চিতের অংশ হিসেবে পরিস্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বিদ্যালয় গড়ে তুলতে ২৫টি নির্দেশনা দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget