প্রায় বিলুপ্ত নীলগাই মান্দায় উদ্ধার

তন্ময় ভৌমিক, নওগাঁ : প্রায় বিলুপ্ত নীলগাই নওগাঁর মান্দা থেকে উদ্ধার করেছেন স্থানীয় জনগণ।  মঙ্গলবার সকালে উপজেলার জোত বাজার এলাকা থেকে প্রাণিটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রানিটি নীলগাই বলে নিশ্চিত করেছেন প্রাণি সম্পদ বিভাগ।
স্থানীয়রা জানান, সকালে উপজেলার জোত বাজার এলাকায় প্রাণীটিকে ছোটাছুটি করতে দেখে গ্রামের শতাধিক লোক ধাওয়া করে সেটি আটক করেন। পরে সেটি বেঁধে স্থানীয় ইউনিয়ন পরিষদে বেঁধে রেখে মান্দা থানায় ও প্রাণিসম্পদ কর্মকর্তাকে খবর দেন তারা।
স্থানীয় প্রবীন ব্যক্তি অমল কৃষ্ণ সরকার জানান, এ ধরনের প্রাণী এর আগে বরেন্দ্র অঞ্চলে কখনও দেখা যায়নি। এর পরিচয় নিশ্চিত করার পাশাপাশি এটি কোথা থেকে বা কীভাবে জানা যায়নি ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে প্রাণিটি উদ্ধার উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে ।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুশফিকুর রহমান বলেন, পশুটি উদ্ধার করে উপজেলায় নিয়ে আসা হয়েছে। ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উত্তম কুমার জানান, এটি প্রায় বিলুপ্ত নীলগাই। নীলগাই বারতের কিছু অঞ্চলে রয়েছে। সম্ভবত দলছুট হয়ে ভারত থেকে সীমান্ত পেরিয়ে পথ ভুলে করে বাংলাদেশের লোকালয়ে প্রাণিটি চলে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget