নওগাঁর পত্নীতলায় ফেন্সিডিলসহ ১জনকে আটক করেছে ১৪ বিজিবি

নওগাঁ পত্নীতলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন- ১৪ বিজিবি এর অধীনস্থ রাধানগর বিওপি’র সীমান্ত পিলার ২৫৩/২১-আর হতে আন: ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছোটবিদিরপুর এলাকায় সোমবার দিবাগত রাত ২টায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ১জনকে আটক করেছে বিজিবি। জানাগেছে, পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবি’র অধীনস্থ রাধানগর বিওপি’র টহল কমান্ডার হাবি: মো: শাহজাহানের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৫৩/২১-আর হতে আনু: ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছোটবিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে পত্নীতলা উপজেলার শীতল এলাকার জহিরুলের ছেলে আনিস (২২)কে ৪২বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটকের সময় তার কাছ থেকে ২টি সীমকার্ড, ১টি মোবাইল (মডেল-ঙকঅচওঅ-ঔ৭) পাওয়া যায়। যার সিজার মূল্য ১৮ হাজার ৬শ টাকা। অভিযান চলাকালে একই এলাকার নাইমুলের ছেলে মাদক চোরাকারবারী মনিরুজ্জামান (৩০) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রচলিত নিয়ম অনুযায়ী আটককৃত আসামীসহ মাদকদ্রব্য পতœীতলা থানায় হস্তান্তর এবং পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ১৪ বিজিবি পতœীতলা ক্যাম্প সূত্রে জানাগেছে।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget