মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁর পোরশায় বাংলাদেশ পুলিশ বন্ধুদের সহযোগিতায় প্রতিবন্ধী স্কুলের ছাত্র/ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় কর্মরত পুলিশ সদস্যদের প্রদানকৃত কম্বল বৃহস্পতিবার পোরশা উপজেলা নিতপুর মোবারক হোসেন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের ৫০জন ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরন করা হয়। প্রধান অতিথি হিসাবে কম্বল বিতরন করেন উপজেলা নিবার্হী অফিসার এ,কে,এম আব্দুল্লাহ্ বিন রশিদ। এসময় উপস্থিত ছিলেন নিতপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মালেক, মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাহজাহান আলী মাষ্টার, প্রধান শিক্ষক মওদুদ আহমেদ সহ শিক্ষক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
একটি মন্তব্য পোস্ট করুন