নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রানীনগরে বাংলা মদের বোতল ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়া হরিশপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার চরকানাই গ্রামের মৃত-আফজাল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন (৪০), সিএনজি চালক পার-নওগাঁ এলাকার মৃত-শরিফ উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন (৪০) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত-ইসাহাক আলীর ছেলে আলমগীর হোসেন (৩০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে জানা যায় উপজেলার মিরাট ইউনিয়ন থেকে একটি সিএনজি করে কিছু বাংলামদ চালান হচ্ছে। এমন সংবাদে থানা পুলিশ নয়া হরিশপুর নামক স্থানে অবস্থান নেয়। পরে সিএনজিটি সেখানে আসলে তল্লাশী করে ১৪৫টি বাংলা মদের বোতল উদ্ধার এবং মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন এবং সিএনজি চালক তোফাজ্জল হোসেনকে আটক করা হয়। অপরদিকে, উপজেলার আবাদপুকুর এলাকার মহিলা মাদ্রাসা সংলগ্ন স্থানে সন্দেজনক ঘুরাঘুরির সময় মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনকে আটক করে শরীর তল্লাসী করে ২৫পিচ ইয়াবা পাওয়া যায়। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় বাংলা মদ ও ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন