মোঃ রাসেল ইসলাম,বেনাপোল
(যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে রাড়ীপুকুর গ্রামে এঘটনা ঘটে। নিহত চালক আব্দুল মালেক (
৩০) উপজেলার রাড়ীপুকুর গ্রামের সিরাজুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত আব্দুল মালেক বৃহস্পতিবার বিকালে তার বড়ভাই হামেদকে সাথে নিয়ে ট্রাক্টর চালানো শিখাচ্ছিলো। হামেদ ট্রাক্টর চালিয়ে রাড়ীপুকুর বিলপাড়ায় এসে মোড় ঘোরানোর সময় রাস্তার পাশে আম বাগানের খাদে নামিয়ে দেয়। এসময় মালেক তার বড় ভাইকে নামিয়ে দিয়ে রাস্তায় উঠানোর সময় ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মালেক মারা য়ায়।
মালেকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার বাড়ীতেও চলছে শোকের মাতম। এঘটনায় বড়ভাই হামেদ হতবিহব্বল হয়ে পড়েছে।
স্থানীয়রা জানায়, নিহত আব্দুল মালেক বৃহস্পতিবার বিকালে তার বড়ভাই হামেদকে সাথে নিয়ে ট্রাক্টর চালানো শিখাচ্ছিলো। হামেদ ট্রাক্টর চালিয়ে রাড়ীপুকুর বিলপাড়ায় এসে মোড় ঘোরানোর সময় রাস্তার পাশে আম বাগানের খাদে নামিয়ে দেয়। এসময় মালেক তার বড় ভাইকে নামিয়ে দিয়ে রাস্তায় উঠানোর সময় ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মালেক মারা য়ায়।
মালেকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার বাড়ীতেও চলছে শোকের মাতম। এঘটনায় বড়ভাই হামেদ হতবিহব্বল হয়ে পড়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন