নওগাঁর মহাদেবপুরে ৪ দিনব্যাপী উড়াও ছাত্র-ছাত্রীদেও জাতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : শিক্ষায় পিছিয়ে পড়া উড়াও সম্প্রদায়কে এগিয়ে নেয়ার প্রত্যয়ে নওগাঁর মহাদেবপুরে অনুষ্ঠিত হলো ৪ দিনব্যাপী বাংলাদেশ উড়াও ছাত্র-ছাত্রীদের জাতীয় শিক্ষা সম্মেলন। রবিবার এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১০ জানুয়ারী উপজেলার দেওয়ানপুরে এ সম্মেলন উদ্বোধন করা হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক যোগেশ চন্দ্র উড়াও এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছলিম উদ্দিন তরফদার সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতুড় ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক। ৪ দিনব্যাপী এ সম্মেলনে শিক্ষা, সংস্কৃতি, নেতৃত্ব, ভূমি আইন, তথ্য প্রযুক্তি, সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা, বৃহত্তর সমাজের দৃষ্ঠিতে উড়াও সমাজ এবং মুক্তিযুদ্ধের উড়াও সমাজের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে ১৬টি সেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ, বরেন্দ্র ভূমি সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রউফ, আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দিপঙ্কর লাকড়া, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিন মুন্ডা, জয়পুর হাট ভাতসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অজিত কুমার সরদার প্রমুখ। সম্মেলনে নওগাঁ, নাটোর, রাজশাহী, জয়পুর হাট, চাপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার ৩ শতাধিক উড়াও ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget