সাধন চন্দ্র মজুমদার কে খাদ্যমন্ত্রী মনোনীত করায় সাপাহারে আনন্দ মিছিল, আলোচনা সভা ও মিষ্টি বিতরণ

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-১ আসনের তিন বারের সফল সাংসদ সাধন চন্দ্র মজুমদার এমপি কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী মনোনীত করায় সাপাহারে আনন্দ মিছিল, আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। আনন্দ মিছিল শেষে জিরোপয়েন্ট মুক্তমঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী। বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাজেদুল আলম।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মন্মত সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, আ’লীগ নেতা আব্দুল আমিন, মাসুদ, ফজলে রাব্বী, শামসুজ্জামান (জামান) প্রমুখ। এ সময় সেখানে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগের নেতাকর্মী সহ সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget