নওগাঁর রাণীনগরে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরন

আব্দুর রউফ রিপন, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর রাণীনগরে মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রদানকৃত শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই শীতবস্ত্র উপজেলার ২শত জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে বিতরন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড. ইসমাইল হোসেনের নেতৃত্বে বিতরন অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার সরদার আব্দুল ওয়াহেদ, সহকারি কমান্ডার আয়েজ উদ্দিন, সংসদের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, ইউপি কমান্ডার মুনছুর রহমানসহ সংসদের অন্যান্য নেতৃবৃন্দ ও সকল মুক্তিযোদ্ধা। বিতরন অনুষ্ঠানে কমান্ডার এ্যাড. ইসমাইল হোসেন বরেন বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। জনগন আবারো এই সরকারকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। আমরা এই সরকারের পক্ষে কাজ করবো। আর আমাদের পক্ষের সংসদ সদস্য মো: ইসরাফিল আলমকে এই আসনের জনগন বিপুল ভোটে ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেছে। তিনি সব সময় আমাদের সঙ্গে ছিলেন এখনও আছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমরা আমাদের সংসদ সদস্য ইসরাফিল আলমকে মন্ত্রী হিসেবে দেখতে চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget