তরিকুল ইসলাম জেন্টু, নওগাঁ: মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি এই স্লোগানে নওগাঁয় মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে পাহাড়পুর জি.এম. উচ্চ বিদ্যালয়ে থেকে একটি র্যালি বের হয়। প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই। স্থানীয় বেসকারি উন্নয়ন সংস্থা মৌসুমীর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ র্যালির আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল আলম। র্যালিতে ২ শতাধিক সাইক্লিস্ট অংশ নেয়।
র্যালিটি পাহাড়পুর থেকে শুরু হয়ে শ্যালেবাজ-চৌকগোয়ালি-বুড়ির মোড় প্রদক্ষিণ করে পাহাড়পুরে এসে শেষ হয়। পরে পাহাড়পুর জি.এম.উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এ র্যালির উদ্দেশ্য হলো মাদকের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ ও সচেতন করা। যারা মাদক সেবী ও বিক্রেতা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান। তিনি আরো বলেন, ইতিমধ্যে বেশ কয়েকজন মাদক সেবী আতœসমর্পণ করেছে। এখনো যারা মাদকের সাথে সম্পৃক্ত তাদের তথ্য পুলিশকে দেয়ার জন্য সবার কাছে আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল রানা, পাহাড়পুর জি.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারুজ্জামান, মৌসুমীর পরিচালক এরফান আলী, মৌসুমী উজ্জীবিত প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আব্দুর রউফ পাভেল প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.