আতাউর শাহ্, নওগাঁ “পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন“ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে ফেষ্টুন উড়ানো, শোভাযাত্রা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্ধোধন করেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
গতকাল সোমবার বেলা ১১টায় নওগাঁ সদর মডেল থানা চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য মোটর সাইকেল ও গাড়ী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয়।
এসময় অন্যান্যের মধ্যে জেলা ও দায়রা জজ এ,কে,এম শহীদুল হক, পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, লিমন রায়,মতিয়ার রহমান, নওগাঁ সদও মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা, সুধীজন, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দরা ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন