রিফাত হোসাইন সবুজ .নওগাঁ: বাংলাদেশ থেকে প্রকাশিত ছোটকাগজ অন্যথা'র মোড়ক উন্মোচন করলেন ভারতের প্রখ্যাত কবি অরুণ কুমার চক্রবর্তী ও কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী। গত শুক্রবার সন্ধ্যায় ভারতের কোচবিহার রাজবাড়ী উদ্যানে অনুষ্ঠিত ৫ম আন্তর্জাতিক লিটলম্যাগাজিন মেলার প্রথম দিনে অন্যথা'র মোড়ক উন্মোচন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন শব্দ সম্পাদক কবি সরোজ দেব, তোর্ষা সাহিত্য সংস্থার সম্পাদক মানস চক্রবর্তী ও অন্যথা সম্পাদক মাহফুজ ফারুকসহ আরো অনেকেই। একই মঞ্চে মোড়ক উন্মোচন করা হয় সরোজ দেব সম্পাদিত শব্দ ও রেজাউল করিম জীবন সম্পাদিত মৌচাকসহ ভারত-বাংলাদেশ থেকে প্রকাশিত কয়েকটি লিটলম্যাগাজিনের।
অন্যথা'র এ সংখ্যায় যাদের লেখা স্থান পেয়েছে তারা হলেন: ড. শাহনাজ পারভীন, অমিতাভ দাশ হিমুন, আমীন আল রশীদ, সুমন সৈকত, চন্দনকৃষ্ণ পাল, অনিন্দ্য তুহিন, বিমলেন্দু রায়, শাহরিয়ার সোহেল, পিটু রশীদ, মাসুমা বকুল, মঞ্জুরুল ইমরান, সুষ্মিতা সাহা, শাহরিয়ার পলাশ, কৃষ্ণ কমল, সম্পা দেব ও রিমন মোরশেদ। প্রচ্ছদ করেছেন কিংশুক ভট্টাচার্য। অন্যথার এ সংখ্যার দাম রাখা হয়েছে ২০টাকা মাত্র।
একটি মন্তব্য পোস্ট করুন