মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: দেশের অন্যতম বেসরকারী উন্নয়ন সংস্থা আশা-নওগাঁ জেলার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করা হয়েছে। নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মিজানুর রহমান এর নিকট শীতার্ত মানুষের জন্য ৩২৫ পিচ শীতবস্ত্র হস্তান্তর করেন আশা-নওগাঁ সদর জেলার জেলা ব্যবস্থাপক মো. মামুন অর রশিদ। অনুষ্ঠানে আশা-নওগাঁ জেলার জেলা ব্যবস্থাপক জেলা প্রশাসককে আশার সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত করেন। জেলা প্রশাসক বিভিন্ন সামাজিক কাজে আশা-নওগাঁ জেলার স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের জন্য ধন্যবাদ জানান। শীতবস্ত্র হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে আশা-নওগাঁ জেলার সদর অঞ্চলের আরএম আবুল কালাম আজাদ, এএসই মো. আলী সুলতান মাহমুদ, নওগাঁ সদর- ০১ ব্রাঞ্চের বিএম আলমগীর আকতার, বালুডাঙ্গা ব্রাঞ্চের বিএম মুক্তার হোসেন, এ্যাসিসটেন্ট ম্যানেজার (এমএমএমই) তৌহিদুল ইসলাম এবং সকল এবিএমগন উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন