ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর পত্নীতলায় রাষ্ট্রীয় জীবন বীমা কর্পোরেশন কর্তৃক মরহুম আবুল হোসেনের মরণোত্তর চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সদর নজিপুর পৌরসভার নতুনহাট গো-হাঁটিতে এ চেক বিতরণ সভা অনুষ্ঠিত হয়। সমাজ সেবক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ওবায়দুল ইসলাম নান্টু, জীবন বীমা কর্পোরেশন এর নওগাঁ শাখার সেলস্ ইনচার্জ মোমেনা খাতুন, নজিপুর নতুনহাট বণিক কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জীবন বীমা কর্পোরেশন এর নজিপুর শাখার ইনচার্জ ইব্রাহিম হোসেন মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন, মিলাদুন নবী প্রমূখ। এ সময় মরহুম আবুল হোসেনের স্ত্রী মোসা: সাহানার পারভীন লতার হাতে ৫ লক্ষ একাশি হাজার ৯শ টাকার চেক প্রদান করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন