নওগাঁ-৩ আসনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মহাদেবপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় রবিউল আলম বুলেট সমর্থকদের আয়োজনে উপজেলা সদরের বাগান বাড়ি এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহাদেবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব্বইয়ের আন্দোলনে সক্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও নওগাঁ জেলা বিএনপির সদস্য রবিউল আলম বুলেট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াসাত হায়দার টগর, মহাদেবপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলাল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক একেএম শফিকুল ইসলাম, বিএনপি নেতা মনিরুল হক মনি, আব্দুল মতিন, রেজাউল ইসলাম, এরশাদ আলী প্রমূখ। মতবিনিময় সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget