আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা কাজী মো: মোসায়েদ হোসেন। গত সোমবার দুপুরে বাদ জোহর তাঁর গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলার বলিহার গ্রামের কাজী পাড়া স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়। জানাজার আগে নওগাঁ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো: আব্দুল মালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলার সাবেক কমান্ডার গোলাম সামদানী প্রমূখ।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা কাজী মো: মোসয়েদ হোসেন রোববার বেলা ১১টায় তাঁর নিজ বাসভবনে অসুস্থ হলে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দ্রুত বগুড়ায় যাওয়ার পথেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। তিনি স্ত্রী, ৪ কন্যা ও গুণগ্রাহী রেখে মারা যান। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা কাজী মো: মোসয়েদ হোসেন রোববার বেলা ১১টায় তাঁর নিজ বাসভবনে অসুস্থ হলে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দ্রুত বগুড়ায় যাওয়ার পথেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। তিনি স্ত্রী, ৪ কন্যা ও গুণগ্রাহী রেখে মারা যান। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
একটি মন্তব্য পোস্ট করুন