নওগাঁর মহাদেবপুরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে জেলা ট্রাক, ট্যাংলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মহাদেবপুর লোড পয়েন্টের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান নওগাঁ জেলা ট্রাক, ট্যাংলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি একরামুল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আল আমিন, ক্রীড়া সম্পাদক আব্দুল মজিদ প্রমূখ। উল্লেখ্য, গত ৫ নভেম্বর অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি এনামুল হক, সহ-সভাপতি হাছান আলী, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বকুল শেখ, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ফারুক হোসেন, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম খোকা, সাংগঠনিক সম্পাদক মাসুম রেজা, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন খাঁন, প্রচার সম্পাদক খাদেমুল ইসলাম, ক্রীড়া সম্পাদক দুখু মিঞা, সড়ক সম্পাদক খোরশেদ আলম, কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, শ্রী সুমল চন্দ্র, আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget