নওগাঁ প্রতিনিধি : ১৮ ডিসেম্বর নওগাঁ মুক্ত দিবস। দিবস টিকে ঘিরে মঙ্গলবার সকালে নওগাঁর সামাজিক সংগঠন একুশে পরিষদ শহরের প্যারিমোহন থেকে একটি র্যালী বের করে। র্যালি শেষে শহরের ঘুরে মুক্তির মোড় শহীদ স্মৃতি ফলকে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় ১ মিনিট নিরবতা পালন করা হয়। একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী, সাধারন সম্পাদক মোস্তফা মাহমুদ রাসেল, নইস পারভিন, মনোয়ার হোসেন লিটন, বিষনু, আননাদসহ সুশীল সমাজের ব্যাক্তি বর্গ এসময় উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন