ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭তম মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। রবিবার দিবসের শুরুতে উপজেলা স্মৃতিসৌধে জাতীয় সংসদের হুইপ মো.শহীদুজ্জামান সরকারের পক্ষ থেকে,উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুর্স্পমাল্য অর্পন করা হয়। সকাল সাড়ে ৮টায় ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঠে কুচকাওয়াজ ও শারীরিক কষরত প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুপুরে উপজেলা অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপরিত রায়। এছাড়া অনুষ্ঠানে অন্যদেও মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন,উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেন,ধামইরহাট থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা। পরে উপজেলা স্মৃতিসৌধে উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেনের নেতৃত্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন