নওগাঁর পোরশায় প্রধান শিক্ষক ট্রাক চাপায় নিহত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় গাঙ্গুরিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর শাহ্ধসঢ়; (৫৮) ট্রাক চাপায় নিহত হয়েছেন। রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার গাঙ্গুরিয়া মোড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনারপর ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত প্রধান শিক্ষক আব্দুল গফুর শাহ্ধসঢ়; একই উপজেলার পুরইল গ্রামের মৃত মোজাম্মেল হক শাহ এর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে গ্রামের বাড়ি থেকে বাস যোগে প্রধান শিক্ষক আব্দুল গফুর শাহ গাঙ্গুরিয়া বালিকা বিদ্যালয়ের সামনে নামেন। এরপর তিনি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সংবাদ দেন। পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবারুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায়। তাদের আটক করা সম্ভব হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget