নওগাঁ-৫ সদর আসনে নিজাম উদ্দিন জলিল পক্ষে গণসংযোগে কেন্দ্রীয় নেতারা

নওগাঁ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ সদর আসনে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্র্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম সান্ডু। গত মঙ্গলবার সদর উপজেলার বিভিন্ন এলাকায় জলিলপুত্র ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের গণসংযোগ ও প্রচারণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্র্রীয় কমিটির সহ-সমব্পাদক আবুল কালাম আজাদ, নওগাঁ যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভীসহ দলীয় নেতাকর্মীরা। বিকেলে উপজেলার ফতেপুর বাজারে গণংযোগে ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন আ’লীগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যহৃত রাখতে ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। আমার আসনটি নেত্রীকে উপহার দিতে চাই। বিজয়ী হতে পারলে ইনশাআল্ল্হা নওগাঁয় গ্যাস সংযোগ এবং মাদকমুক্ত করব।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget