নওগাঁর ধামইরহাটে বিএনপি নেতা শহীদুল ইসলাম আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে পৌর বিএনপির সহসভাপতি মো.শহীদুল ইসলাম সরকার (৫৫) কে থানা পুলিশ আটক করেছে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলাম বলেন,ধামইরহাট পৌর বিএনপির সহসভাপতি মো.শহীদুল ইসলাম সরকারকে গত সোমবার রাতে তার নিজ বাড়ী থেকে আটক হয়েছে। তার বিরুদ্ধে চলতি বছরের ৩ সেপ্টেম্বর উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত ফতেপুর বাজারে নাশকতার পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একই রাতে থানা পুলিশ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মো.রেজুয়ান হোসেনের বাড়ীতে হানা দেয়। তবে বাড়ী না থাকায় পুলিশ তাকে আটক করতে পারেনি। শহীদুল ইসলাম উপজেলার বালুপাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম রিয়াজ উদ্দিন সরকারের ছেলে। এদিকে শহীদুল ইসলামের পরিবারের দাবী,তার বিরুদ্ধে কোন মামলা ছিল না। শুধুমাত্র বিরোধী দলের নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করায় তাকে মিথ্যা মামলায় আটক করা হয়েছে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget