নয়ন বাবু, সাপাহার (নওগা) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে হুমায়ন (৩৮) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে আটক করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। বৃহস্পতিবার ভোরের দিকে তাকে আটক করা হয়। আটক হুমায়ন উপজেলার জালসুখা গ্রামের ছাবেদ আলীর ছেলে।
নওগাঁ আদাতলা ক্যাম্পের নায়েক সুবেদার সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, ভোরে ওই সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশে করেন সোলেমান। এ সময় বিএসএফ’র নজরে গেলে তাকে আটক করেন তারা।
পরে তাকে আটকের বিষয়টি আমাদের কাছে নিশ্চিত করে বিএসএফ। আমাদের পক্ষ থেকে তাকে ফিরিয়ে আনতে বিএসএফ'র কাছে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।
নওগাঁ আদাতলা ক্যাম্পের নায়েক সুবেদার সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, ভোরে ওই সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশে করেন সোলেমান। এ সময় বিএসএফ’র নজরে গেলে তাকে আটক করেন তারা।
পরে তাকে আটকের বিষয়টি আমাদের কাছে নিশ্চিত করে বিএসএফ। আমাদের পক্ষ থেকে তাকে ফিরিয়ে আনতে বিএসএফ'র কাছে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন