শার্শা সীমান্ত থেকে পিস্তল ও গুলি উদ্ধার করেছে বিজিবি

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বিজিবি ২১ ব্যাটালিয়নের সদস্যরা অগ্রভূলাট সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় কোন অস্ত্র পাচারকারীকে আটক করতে পারেনি।
বৃহস্পতিবার (২০ডিসেম্বর )ভোরে সীমান্তে অভিযান চালিয়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করেন।

বিজিবি অগ্রভূলাট ক্যাম্প কমান্ডার জানান,গোপন সংবাদে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র এনে হরিশ্চন্দ্রপুর গ্রামের পশ্চিম পাড়া একটি আম বাগানের ভিতর অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে বিআইপি এফএস ল্যান্স নায়েক নূরুল হক,সিপাহী মহসীন কাজী,সিপাহী সাইদুর রহমান ও সিপাহী প্রনয় কুমার সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেন।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল ইমরান উল্লাহ সরকার তার অধীনস্থ অগ্রভূলাট ক্যাম্পে অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget