নওগাঁর ধামইরহাটে নেচে গেয়ে বড় দিন পালন

ধামইরহাট-পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে খৃষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব যিশু খৃষ্টের জন্ম বড় দিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত বেনিদুয়ার মিশন ধর্র্মপল্লীতে খৃষ্টান সম্প্রদায়ের লোকজন উৎসবের আমেজে মেতে ওঠে। সোমবার রাতে বেনিদুয়ার মিশন র্গীজাতে পবিত্র বাইবেল পাঠের মধ্যদিয়ে দিবসটি শুরু হয়। 
এব্যাপারে বেনিদুয়ার মিশনপাড়া গ্রামের অধিবাসী আদিবাসী নারী নেত্রী ইমেলদা মারান্ডী বলেন,যিশু খৃষ্টের জন্মতিথির মধ্য দিয়ে এ দিনের কার্যক্রম শুরু হয়। পরে বেনিদুয়ার মিশনের পুরোহিত ফাদার কর্ণেলিউস মুরমু সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সকালে প্রভাতি গান দিয়ে মঙ্গলবারের দিন শুরু হয়। সকালে শিশুদের দীক্ষা ¯œান,উৎসর্গ পাঠসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়। বড় দিন উপলক্ষে খৃষ্টান পল্লীগুলো নতুন সাজে সেজে ছিল। সকল বয়সের মানুষ নতুন পোষাক পরিধান এবং ভালো ভালো খাবারের আয়োজন করেছিল। খৃষ্টান মেয়েরা তাদের পল্লীতে নেচে গেয়ে দিন পালন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget