নওগাঁর আত্রাইয়ে তাজা ককটেল উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার নির্মাণাধীন বেলী ব্রিজ এলাকা থেকে অবিস্ফোরিত ২টি তাজা ককটেল এবং উপজেলার খোলাপাড়া ঈদগাহ মাঠ থেকে ২টি অবিস্ফোরিত তাজা ককটেল ও ১টি বিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এতে করে এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নতুন নির্মাণাধীন বেলি ব্রিজ এলাকায় গর্তের মধ্যে ২টি ককটেল এলাকাবাসী দেখতে পেয়ে থানায় খবর দিলে তা উদ্ধার করা হয় ও বৃহস্পতিবার সকালে উপজেলার খোলাপাড়া ঈদগাহ মাঠে এলাকাবাসী ২টি অবিস্ফোরিত ককটেল ও ১টি বিস্ফোরিত ককটেল দেখতে পেয়ে থানায় খবর দিলে তা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন বিষয়টি তদন্ত চলছে এবং এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের টহল টিমের অভিযান অব্যাহত রয়েছে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget