নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনিত প্রার্থী সামছুজ্জোহা খাঁন ভোট থেকে সরে এসে তার আসনের ভোট কেন্দ্রে পুনরায় ভোটের দাবী জানিয়ে রোববার বিকালে তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগে বলেন, তার আসনের সকল কেন্দ্রে আ’লীগের নেতাকর্মীরা প্রশাসনের সহযোগিতায় নিজেরা ব্যালট পেপারে সিল মেরে ব্যালট বাক্স পূরন করেছে। আমার এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তাই আমি এই পাতানো ভোট থেকে সরে এলাম এবং এই আসনের সকল কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হোক।
একটি মন্তব্য পোস্ট করুন