নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। শনিবার রাত ১২টা ১মিনিটে উপজেলার সরাইগাছি মোড় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিনটির সূচনা হয়। দিবসটিতে সকালে উপজেলা পরিষদ এবং স্থানীয় প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, এলজিইডি প্রৌকশলী মাহফুজার রহমান, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, বিএমডিএ সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মিলন কুমার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদ নিতপুর উচ্চ বিদ্যালয় মাঠে পোরশা থানা পুলিশ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের দেওয়া মার্চপাষ্টে ছালাম গ্রহন করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য শেষে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুছ ছালাম, থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, থানা অফিসার  ইনচার্জ (তদন্ত) আব্দুল মালেক সহ বিভিন্ন কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। অপরদিকে গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্বদেন সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এসময় কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ অংশ গ্রহন করেন এছাড়াও  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল দিবসটিতে নানা কর্মসূচি পালন করা হয়।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget