নওগাঁয় নানা উন্নয়নের প্রতিশ্রতি দিয়ে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: উন্নয়নের প্রতিশ্রুতিতে উচ্ছসিত নওগাঁবাসী

ভিডিও কন্ফারেন্সিং-এর মাধ্যমে আয়োজিত জনসমাবেশে


নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের প্রতিশ্রুতি প্রদান করে নৌকায় ভোট চাইলেন আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বুধবার বিকেল সাড়ে ৪টায় ভিডিও কনফরেন্সের মাধ্যমে আয়োজিত এক জনসমাবেশে বিগত ১০ বছরে সারাদেশসহ নওগাঁ’র উন্নয়নের কথা তুলে ধরে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নওগাঁ জেলার ৬টি আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। নওগাঁ নওযোয়ান মাঠে আয়োজিত এ জনসমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এমপি। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নওগাঁ-১ আসনের প্রার্থী সাধন চন্দ্র মজুমদার এমপি, জাতীয়  সংসদের হুইপ ও নওগাঁ-২ আসনের এমপি প্রার্থী শহিদুজ্জামান সরকার এমপি, নওগাঁ-৩ আসনের প্রার্থী ছলিমুদ্দিন তরফদার সেলিম এমপি, নওগাঁ-৪ আসনের এমপি প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক এম পি, নওগাঁ-৫ আসনের এমপি প্রার্থী ব্যারিষ্টার নিজামুদ্দিন জলিল জন এবং নওগাঁ-৬ আ্সনের এমপি প্রার্থী মোঃ ইসরাফিল আলম এমপি উপস্থিত ছিলেন। আওয়ামীলীগ সভপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁ জেলার ৬টি আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলেন আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের জন্য কাউকে তাগাদা দিতে হয় না। আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতি করে। দেশের জন্য, দেশের জনগনের জন্য কাজ করে। এই দশ বছরে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নসহ সব ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধন করেছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারো সরকার গঠন করার সুযোগ দিতে তিনি নওগাবাসীর প্রতি আহবান জানান। স্থানীয় নেতাদের দাবীর প্রেক্ষিতে তিনি আবারও ক্ষমতায় আসলে নওগাঁয় একটি ইকোনমিক জোন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, নওগাঁ শহরকে যানজটমুক্ত করতে পৃথক বাস ও ট্রাক টার্মিনাল নির্মান এবং গ্যাস সরবরাহ করার প্রতিশ্রুতি প্রদান করেন। প্রধানমন্ত্রীর এসব উন্নয়নের প্রতিশ্রুতি শুনে জনসমাবেশে উপস্থিত জনগণ উচ্ছসিত হয়ে পড়েন এবং বার বার হাততালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন নওগাঁ একটি কৃষি নির্ভর জেলা। বিশেষ করে উদ্বৃত্ত ধান উৎপাদনের জেলা। কৃষি ক্ষেত্রে আরও উন্নত পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা যায় সে ব্যপারে তিনি উদ্যোগ গ্রহন করার আশ্বাস প্রদান করেন। এক্ষেত্রে তিনি বিভিন্ন অবকাঠামো গড়ে তোল্রা ক্ষেত্রে কৃষি জমি পরিহার করে অব্যবহৃত ও অনুর্বর জমি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget