প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় শহরের প্যারিমহন সাধারণ গ্রন্থাগারে সাংবাদিক ইনিয়নের সাধারন সভার মধ্য দিয়ে নব কমিটির গঠনের প্রক্রিয়া শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক আহবায়ক ও নব নির্বাচিত সভাপতি এ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন। নির্বাচনে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করেন এ্যাড. শাহাজাদ আলম। নব নির্বাচিত কমিটির সভাপতি এ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন, (দৈনিক আজকের বসুন্ধারা) সহ-সভাপতি এ.বি.এম রফিকুল ইসলাম, (মুকিযোদ্ধা ও বিশিষ্টি কলামিষ্ট) মো: খোরশেদ আলম (দৈনিক লাখো কন্ঠ) সাধারন সম্পাদক এস.এম আজাদ হোসেন মুরাদ (দৈনিক প্রথম সংবাদ) যুগ্ম সাধারন সম্পাদক রিফাত হোসাইন সবুজ (বরেন্দ্র রেডিও ,জেটিভি নিউজ ও দৈনিক প্রতিদিনের সংবাদ) আশরাফুল নয়ন (বাংলা টিভি ও দৈনিক আজকালের খবর) সাংগঠনিক সম্পাদক এবাদুল হক (বৈশাখী টিভি ও দৈনিক বনিকবার্তা) কোষাধক্ষ্য মো: ইয়াসিন আহম্মেদ (দৈনিক মুক্তবার্তা) দপ্তর সম্পাদক সাদাকাতুল বারী জয় (দৈনিক ডেসটিনি) প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর শাহ (দৈনিক দেশের পত্র) কার্যনির্বাহী সদস্য তন্ময় ভৌমিক (৭১টিভি ও দৈনিক ইত্তেফাক) আজাদুল ইসলাম আজাদ (দৈনিক ইত্তেফাক ) এবং মো: রামীম দেওয়ান (দৈনিক প্রভাতী খবর)
এসময় অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান. ফারমান আলী, ইউসুফ আলী সুমন, রুহুল আমীন, রুবেল হোসেন, এবিএম হাবিবুর রহমান হাবিব, সাইফুল ওয়াদুদ, রশিদুল আলম রশিদ, জাহিদুল হক মিন্টু, আতোয়ার হোসেন, রাকিব রায়হান এবং ওমর ফারুক। উক্ত নির্বাচনে ২৮ জন ভোটারের মধ্যে ২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।
এসময় অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান. ফারমান আলী, ইউসুফ আলী সুমন, রুহুল আমীন, রুবেল হোসেন, এবিএম হাবিবুর রহমান হাবিব, সাইফুল ওয়াদুদ, রশিদুল আলম রশিদ, জাহিদুল হক মিন্টু, আতোয়ার হোসেন, রাকিব রায়হান এবং ওমর ফারুক। উক্ত নির্বাচনে ২৮ জন ভোটারের মধ্যে ২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।
একটি মন্তব্য পোস্ট করুন