নওগাঁ সাহিত্য পরিষদের বিজয়ের কবিতা পাঠ ও ভাজপত্রের পাঠ উন্মোচন

আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁ সাহিত্য পরিষদ এর আয়োজনে বিজয়ের কবিতা পাঠ ও বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত কবিতার ভাজপত্র বৈকুন্ঠ’র পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের মুক্তির মোড় মৃত্তিকা অ্যড ফার্ম অফিসে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা কবি সুমন সৈকতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নওগাঁ সাহিত্য পরিষদ এর আহ্বায়ক তরুন উপন্যাসিক ও সাংবাদিক আশরাফুল নয়ন, সদস্য সচিব কবি অনিন্দ্য তুহিন, যুগ্ন আহবায়ক কবি ও গল্পকার হাবিব রতন ও সাহিত্যের ছোটকাগজ পালকি’র সম্পাদক কবি অরিন্দম মাহমুদ, যুগ্ন সদস্য সচিব কবি মারিয়া আজাদ ও কাকতাড়ুয়া সম্পাদক কবি রিমন মোরশেদ, কবি টগর মেহেদী, রুপান্তর সম্পাদক কবি রবিউল মাহমুদ, কবি সিরাজুল ইসলাম মন্টু, কবি ও সাংবাদিক আক্কাস আলী, হৃদয় শহিদুল, কবি প্রণব কুমার, কবি মেহেদী হাসান, কবি তানভির আহম্মেদ রিপন, কবি আয়েশা সিদ্দিকা জোস্না, কবি সুস্মিতা সাহা, কবি সাদিয়া আরেফিন বর্ষা সহ বিভিন্ন সাহিত্য অনুরাগী গুণীজন। এসময় মুক্তি যুদ্ধ ও বিজয় দিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন উপস্থিত কবিগণ।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget