নওগাঁর সাপাহারে প্রিজাইটিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং এজেন্টদের প্রশিক্ষন

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নওগাঁর সাপাহারে ৪৭ টি কেন্দ্রে ৭৮৯ জন প্রিজাইটিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং এজেন্টদের প্রশিক্ষন শনিবার সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে নওগাঁ জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মিজানুর রহমান প্রিজাইটিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং এজেন্টদের প্রশিক্ষন পরিদর্শনে আসেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী সহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হবে এবং প্রিজাইটিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং এজেন্টদের সব ধরনের আইনী সহযোগীতা করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget