প্রতিনিধি, সাপাহার: নওগাঁর সাপাহারে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বেগম রোকেয়া দিবস ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী’র নের্তৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে জিরোপয়েন্ট চত্ত্বরে প্রায় ঘন্টাকালব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এবং ৫ জন জয়িতার মাঝে ক্রেষ্ট তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী। এ সময় সেখানে উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতান মাহমুদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নূরুল হক মাষ্টার, সহ-সভাপতি ও চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক অধীর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক মিয়া। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, দূর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য সহ অনেকেই উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন