মাহবুবুজ্জামান সেতু ,নওগাঁ : নওগাঁর মান্দায় সাংবাদিক ও সার্ভেয়ার মো. মাহবুবুজ্জামান সেতু'র মা হাসিনার অাপন ফুফু ও উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের মৃত অাকালু মোল্লার স্ত্রী শতবর্ষী মরিয়ম বেওয়া ওরফে মরি প্রায় ১২০ বছর বয়সে গত সোমবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন যাবৎ শারীরিক অসুস্থতায় অাক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যার জীবনের শেষ অাশ্রয়স্থল গনেশপুর জামাই অালহাজ্ব মকবুল হোসেনের বাড়িতে ইন্তিকাল করেছেন । (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি পুত্র অালহাজ্ব খিদির মোল্লা,অালহাজ্ব অালীম উদ্দিন মোল্লা, খাদেম অালী মোল্লা, মেয়ে খুকি,অাকিনা এবং রাশেদা খাতুন, ভাতিজা-ভাতিজী , নাতী-নাত্নী এবং পরিনাত্নীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত মঙ্গলবার বেলা ১১ টায় গনেশপুর উত্তরপাড়া ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজায় ইমামতি করেন সতীহাট বাজার মসজিদের ইমাম এবং মরহুমার নাতী হাফেজ মাওলানা মো. অাব্দুর রহিম সম্রাট।
উক্ত জানাজায় উপস্থিত ছিলেন গনেশপুর ইউ'পি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল,সফাপুর ইউ'পির সাবেক চেয়ারম্যান,বীরমুক্তিযোদ্ধা কবি অাবুল কাসেম মন্ডল, অালহাজ্ব কায়েম উদ্দিন, মজিবর রহমান, অাব্দুল জলিল শেখ,অাজিজার রহমান, তালেব বিডিয়ার, দেওয়ান ময়েন উদ্দিন, ডা:অাব্দুর রহমান, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম প্রমূখ।
এছাড়াও মরহুমা মরিয়ম বেওয়ার নিকটতম আত্মীয় স্বজন এবং অত্র এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ।
পরে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়ে মরহুমার আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
মৃত্যুকালে তিনি পুত্র অালহাজ্ব খিদির মোল্লা,অালহাজ্ব অালীম উদ্দিন মোল্লা, খাদেম অালী মোল্লা, মেয়ে খুকি,অাকিনা এবং রাশেদা খাতুন, ভাতিজা-ভাতিজী , নাতী-নাত্নী এবং পরিনাত্নীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত মঙ্গলবার বেলা ১১ টায় গনেশপুর উত্তরপাড়া ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজায় ইমামতি করেন সতীহাট বাজার মসজিদের ইমাম এবং মরহুমার নাতী হাফেজ মাওলানা মো. অাব্দুর রহিম সম্রাট।
উক্ত জানাজায় উপস্থিত ছিলেন গনেশপুর ইউ'পি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল,সফাপুর ইউ'পির সাবেক চেয়ারম্যান,বীরমুক্তিযোদ্ধা কবি অাবুল কাসেম মন্ডল, অালহাজ্ব কায়েম উদ্দিন, মজিবর রহমান, অাব্দুল জলিল শেখ,অাজিজার রহমান, তালেব বিডিয়ার, দেওয়ান ময়েন উদ্দিন, ডা:অাব্দুর রহমান, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম প্রমূখ।
এছাড়াও মরহুমা মরিয়ম বেওয়ার নিকটতম আত্মীয় স্বজন এবং অত্র এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ।
পরে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়ে মরহুমার আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন