একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা-বেনাপোলে বিজিবির মহড়া চলছে-সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি

মো: রাসেল ইসলাম, বেনাপোল,যশোর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠ ও শান্তিপূর্ন করতে যশোরের শার্শায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ৪০ সদস্যের বিজিবি দল সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র শহরে ও গ্রামে মহড়া দিচ্ছেন। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে বিজিবি নজরদারি। বিজিবির টহল দেখে খুশি সাধারন ভোটাররা। ২ জানুয়ারি পর্যন্ত শার্শার প্রত্যন্ত অঞ্চলে প্রশাসনের সাথে বিজিবির মহড়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক। সুষ্ঠ ভোট সম্প্রদানে নির্বাচন কমিশনারকে সহযোগিতা করতে চান তারা।
বিজিবি অধিনায়ক আরিফুল হক জানান, সারা দেশের ন্যায় যশোরের বিভিন্ন এলাকায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহনের লক্ষে বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্ত এলাকাগুলোতেও বাড়ানো হয়েছে নজরদারি। টহল জোরদার করা হয়েছে। প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবেন তারা।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget