গত বুধবার সকাল ১১টায় বিলের পশ্চিম পাড়ে অবস্থিত পাহাড়ীপুকুর বদ্ধভুমি স্মৃতি সৌধ চত্বরে অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহা: সবুর আলী, জবাই বিল মৎস্য চাষ উন্নয়ন প্রকল্পের মৎস্যজীবি দলনেতা মোন্তাজ আলী,বকুল হোসেন, নুরুল ইসলাম এসপি,মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিথুন চন্দ্র দেবনাথ প্রমুখ। উল্লেখ্য যে বিগত ৯ বছরে জবাই বিল মৎস্যচাষ উন্নয়ন প্রকল্প হতে প্রায় ৮৫ লক্ষ টাকা আয় হয় যা মৎস্যজীবিদের ব্যাংক একাউন্টে জমা রয়েছে। চলতি বছরে তালিকা ভুক্ত প্রায় ৭৯৯জন মৎস্য জীবির মাঝে নগত দুই হাজার টাকা করে বোনাস দেয়া হয়েছে। মৎস্য আহরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রকল্পের চলমান উন্নয়ন সংক্রান্ত এ তথ্য উপস্থাপন করেন। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান।
নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী জবাই বিলে মৎস্য আহরণের শুভ উদ্বোধন
সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবাই বিল মৎস্যচাষ উন্নয়ন প্রকল্পের ১৯ তম মৎস্য আহরণের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন