বেনাপোলে গনি স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গয়ড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

মোঃ রাসেল ইসলাম,কেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোলে মরহুম গনি স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গয়ড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

রবিবার (১৬ই ডিসেম্বর) বিকেলে বেনাপোল ঐতিহ্যবাহী ফুটবল মাঠ বলফিন্ডে আয়োজিত এই ফাইনাল খেলায় গয়ড়া ফুটবল একাদশ  টাইব্রেকারে কাগজপুকুর ফুটবল একাদশকে ৫-৩ গোলে হারিয়েছে। এর আগে তীব্র প্রতিদ্বন্ডিতাপূর্ণ ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

টুর্নামেন্ট আয়োজক এমভি সিক্সের পরিচালনাকারী সেলিম রেজার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আশরাফুল আলম লিটন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেনাপোল পোর্ট থানার তদন্ত অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, বেনাপোল প্যানেল মেয়র শাহাবুদ্দীন মন্টু, দিঘীরপাড়ের কমিশনার রাশেদ আলী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বকুল  হোসেন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুল ইসলাম শাহিন,সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী,প্রচার সম্পাদক মোঃ রাসেল ইসলাম,নুর ইসলাম ফুটবল একাডেমির ম্যানেজার হুমায়ন কবীর, কোচ সাব্বির রহমান পলাশ।এমভি সিক্সের সদস্য মহাসিন হোসেন হৃদয়, খেলার মিডিয়া পার্টনার সীমান্ত প্রেসক্লাব বেনাপোল। খেলায় প্রচুর দর্শকের সমাগম ঘটে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget